বাংলাদেশে গার্লস ইন আইসিটি ডে উদযাপন
বাংলাদেশে আন্তর্জাতিক গার্লস ইন আইসিটি ডে কার্যক্রম উদযাপিত হয়েছে। অনলাইন প্রোগ্রামিং প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করার মাধ্যমে ৩০ এপ্রিল এ কার্যক্রম শেষ হয়। কার্যক্রম শুরু হয় গত ২১ এপ্রিল। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ঢাকার এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ে চাকরি ডটকমের সহযোগিতায় আয়োজিত দুই দিনব্যাপী ক্যারিয়ার মেলার শেষে আয়োজিত হয় সমাপনী অনুষ্ঠান।
সমাপনী অনুষ্ঠানে গার্লস ইন আইসিটি উপলক্ষে আয়োজিত অনলাইন প্রোগ্রামিং প্রতিযোগিতার ১৫ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ। তিনি বলেন, শিক্ষার্থীদের বিশ্বমানের হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।
বিশ্বের প্রথম নারী প্রোগ্রামার অ্যাডা লাভলেসের কথা তুলে ধরে মেয়েদের আইসিটিতে বিশেষভাবে এগিয়ে আসার আহ্বান জানান কায়কোবাদ।
বাংলাদেশ উইমেন ইন আইটির প্রেসিডেন্ট লুনা সামসুদ্দোহা বলেন, মেয়েদের আইসিটির চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে; কর্মক্ষেত্রে সমানভাবে এগিয়ে যেতে হবে।
এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান কাইয়ুম রেজা চৌধুরী শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ার কাউন্সেলিং কার্যক্রম বাড়ানোর জোর দেন। তিনি বলেন, মেয়েদের শিক্ষার পাশাপাশি কর্মক্ষেত্রেও সরব হতে হবে।
এর আগে দিনভর তথ্যপ্রযুক্তি খাতে অন্যান্য শিক্ষার্থীকে কাজের সুযোগ ও বৈশ্বিক ও স্থানীয় বাজারে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সুযোগ, সম্ভাবনা ও দক্ষতা সম্পর্কে আলোচনা করা হয়। এসব সেমিনারে উপস্থিত ছিলেন আমরা টেকনোলজিসের বিপণন প্রধান সোলাইমান সুখন, উইনমিল ইনফোটেকের প্রধান নির্বাহী বুশরা আলম, গ্রামীণফোনের স্পেশালিস্ট কানিজ ফাতেমা, উইন ইনকরপোরেটের প্রধান নির্বাহী কাশফিয়া আহমেদ, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কলসেন্টার অ্যান্ড আউটসোর্সিংয়ের সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক ও বিডিওএসএন সহসভাপতি লাফিফা, গ্রাফিক পিপলের মেধা ব্যবস্থাপনার সমন্বয়ক মাহেনাজ চৌধুরী ও এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক বিলকিস জামান।
৩০ এপ্রিল সকালে রংপুরের কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয় গার্লস ইন আইসিটি কার্যক্রমের রংপুর বিভাগীয় দ্বিতীয় আয়োজন। তিন শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে আইসিটির সুযোগ, সম্ভাবনা নিয়ে আলোচনার শেষে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের কো-অর্ডিনেটর নাহেদ ফরিদ। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহকারী শিক্ষক (আইসিটি) আবুল খায়ের। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সহকারী সাধারণ সম্পাদক শাহ মো. তানভীর সিদ্দিকী, মূল সেমিনার পরিচালনা করেন র্যানডম ডটসের প্রধান নির্বাহী রায়হান ইসলাম। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন র্যানডম ডটসের নির্বাহী আশরাফুল ইসলাম।
গত ২১ এপ্রিল থেকে বাংলাদেশে গার্লস ইন আইসিটি কার্যক্রম শুরু হয় বলে জানান দেশে এই কার্যক্রমের সমন্বয়ক কানিজ ফাতেমা। ওই দিন শুধু মেয়েদের জন্য একটি অনলাইন প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
আইসিটি ওপেন হাউস ডের আওতায় শতাধিক মেয়ে বোর্ডিং ভিস্তা, ইউওয়াই সিস্টেমস, ডিনেট, গ্রাফিক পিপল, ডিজিকন টেকনোলজিস, গ্রামীণফোন, ব্র্যাক আইটি সার্ভিসেস, মাইক্রোসফট ও স্যামসাং রিসার্চ ইনস্টিটিউট পরিদর্শনের সুযোগ পায়।
সমাপনী অনুষ্ঠানে পরিদর্শনকারীদের মধ্যে তাসনিম দেওয়ান অরিন, ফারহানা শারমিন, মেসকাত জাহান ও নুজহাত আশরাফ তাঁদের অভিজ্ঞতা তুলে ধরেন। এ ছাড়া ঢাকা, রংপুর ও দিনাজপুরে আয়োজন করা হয় সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি।
ঢাকায় আয়োজিত ক্যারিয়ার ফেয়ারের দ্বিতীয় দিনটি ‘গার্লস ইন আইসিটি’ হিসেবে পালিত হয়।
বাংলাদেশ উইমেন ইট আইটি ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক আয়োজিত গার্লস ইন আইটি কার্যক্রমের পৃষ্ঠপোষক ছিল অনলাইন জব পোর্টাল চাকরি ডটকম, টেক শহর ডটকম ও ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক। সহযোগিতা করেছে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়, ইন্টারনেট সোসাইটি অব বাংলাদেশ, ফ্রিল্যান্স আইটি একাডেমি, দিনাজপুর আইটি একাডেমি ও রংপুর রেন্ডম ডটস।