স্কলাসটিকার আয়োজনে শুক্রবার মঞ্চস্থ হবে ‘একাত্তরের ক্ষুদিরাম’
পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন আয়োজিত শিশু-কিশোর নাট্যোৎসবে স্কলাসটিকা স্কুলের নাটক ‘একাত্তরের ক্ষুদিরাম’-এর প্রদর্শনী অনুষ্ঠিত হবে আগামীকাল শুক্রবার।
৬ মে সংস্কৃতি মন্ত্রণালয় ও শিল্পকলা একাডেমির সহযোগিতায় পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন আয়োজিত ত্রয়োদশ জাতীয় শিশু-কিশোর নাট্যোৎসব ২০১৬-এর উদ্বোধনী দিনে স্কলাসটিকা স্কুলের উত্তরা সিনিয়র শাখার নাটক ও সংগীত ক্লাব মঞ্চস্থ করবে মান্নান হীরার ‘একাত্তরের ক্ষুদিরাম’।
সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর শিল্পকলা একাডেমির প্রধান মিলনায়তনে নাটকটি মঞ্চস্থ হবে। স্কলাসটিকা স্কুলের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।