জাবিতে ক্যারিয়ার র্যাগিং কর্মশালা কাল
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আগামীকাল শনিবার ক্যারিয়ার র্যাগিং বিষয়ক একটি কর্মশালা হবে।
বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের ফোরাম অব ইন্টারপ্রেনারশিপ অ্যান্ড বিজনেস (এফইবি-জেইউ) ক্লাবের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে সকাল ৯টায় এ কর্মশালা অনুষ্ঠিত হবে।
শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কর্মশালার প্রধান সমন্বয়ক মো. আল আমিন গাজী সাংবাদিকদের এসব তথ্য জানান।
দিনব্যাপী এ কর্মশালায় বক্তব্য রাখবেন তরুণ প্রজন্মের উদ্যোক্তা সুলাইমান সোখন, সালমান মুক্তাদির, আয়মান সাদিক, মুনতাসির রশিদ খান, আসরাফুল ইসলাম ভুঁইয়া, রাকিবুর রহমান, ইসতিয়াক হোসাইন তমাল, এস এম ইব্রাহিম উল্লাহ।
এ ছাড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেবন জাবির ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন নিলাঞ্জন কুমার সাহা। ক্যারিয়ারবিষয়ক এ কর্মশালায় দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রায় দেড় হাজার শিক্ষার্থী অংশ নেবেন।