শিক্ষক লাঞ্ছনাকারীদের শাস্তি দাবি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছনার ঘটনায় জড়িত সংসদ সদস্যসহ সংশ্লিষ্টদের প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন।
আজ মঙ্গলবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ দাবি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, একজন শিক্ষকের সাথে এরূপ নির্মম লজ্জাজনক আচরণে গোটাজাতি লজ্জিত ও স্তম্ভিত। সমাজের মূল্যবোধের অবক্ষয়ের যে ধারা শুরু হয়েছে এরূপ ঘটনা তারই ভয়াবহ রূপ। স্থানীয় সংসদ সদস্য ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনেই এই চূড়ান্ত অসভ্যতা, বর্বরতা ও বেআইনি ঘটনাটি ঘটেছে। তিনি যদি কোনো অপরাধ করে থাকেন তার জন্য দেশে প্রচলিত বিধান ও আইন আছে। সাংসদের মতো একজন দায়িত্বশীল ব্যক্তির কাছ থেকে এ ধরনের ঘৃণ্য আচরণ আমাদের কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জাতি তাঁকে আইন নিজ হাতে তুলে নেওয়ার ক্ষমতা দেয়নি।
শিক্ষা ও শিক্ষকের মর্যাদা সমুন্নত রাখতে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন শিক্ষকরা। একই সঙ্গে এ ঘটনায় জড়িত সাংসদসহ সংশ্লিষ্ট সবাইকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান তাঁরা।
এর আগে গত শুক্রবার ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ এনে ওই শিক্ষককে লাঞ্ছিত, মারধর ও কান ধরে উঠবস করানোর ঘটনা ঘটে।