জাবিতে দুর্যোগ ব্যবস্থাপনাবিষয়ক কর্মশালা আগামীকাল
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ‘ডিজাস্টার রিস্ক রিডাকশন’ শীর্ষক দুর্যোগ ব্যবস্থাপনাবিষয়ক কর্মশালার আয়োজন করেছে সরকার ও রাজনীতি বিভাগ এবং বিভাগটির অ্যালামনাই অ্যাসোসিয়েশন। আগামীকাল শুক্রবার সকাল ১০টায় বিভাগের সেমিনার কক্ষে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হবে।
কর্মশালা পরিচালনা করবেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) পরামর্শক তাহেরুল ইসলাম খান। বর্তমানে তিনি জাবি সরকার ও রাজনীতি বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আন্তর্জাতিক সম্পাদকের দায়িত্বে রয়েছেন।
কর্মশালায় বিভাগটির স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণে অগ্রাধিকার পাবেন বলে সরকার ও রাজনীতি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ও বিভাগের বর্তমান সভাপতি অধ্যাপক বশির আহমেদ জানিয়েছেন।
প্রশিক্ষণ সম্পর্কে তাহেরুল ইসলাম খান বলেন, ‘দুর্যোগ নিয়ে কাজ করতে গিয়ে এশীয়, ক্যারিবীয় ও আফ্রিকান অঞ্চলে যে অভিজ্ঞতা হয়েছে তাতে দেখা গেছে, আমাদের দেশের উচ্চশিক্ষা পর্যায়েও দুর্যোগ নিয়ে তেমন প্রশিক্ষিত জনশক্তি নেই। অথচ জাতীয় ও আন্তর্জাতিক বাজারে এর ব্যাপক চাহিদা ও প্রয়োজনীয়তা রয়েছে। আমরা শিক্ষার্থীদের দুর্যোগ ব্যবস্থাপনার পরিভাষাগুলোর সঙ্গে পরিচয়, দুর্যোগ ও উন্নয়নের সম্পর্ক, দুর্যোগ ঝুঁকি হ্রাস, দুর্যোগ-পরবর্তী ক্ষয়ক্ষতির পরিমাণ দ্রুত সময়ের মধ্যে পরিমাপের পদ্ধতি, আসন্ন বিপদ বিশ্লেষণ ও সম্ভাব্য দুর্যোগ ব্যবস্থাপনাসহ নানা বিষয়ে ধারণা দেওয়া হবে।’
তাহেরুল ইসলাম আরো বলেন, ‘এ ধরনের প্রশিক্ষণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দুর্যোগ বিষয়ে ছাত্রদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করা সম্ভব হবে, যা তাদের কর্মজীবনে সহায়ক হবে।’