লিফলেটে বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি, আটক ২
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আপত্তিকর লিফলেট বিতরণের সময় দুজনকে আটক করেছে পুলিশ। লিফলেটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটূক্তি করা হয়েছে বলে জানা গেছে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে দুজনকে আটক করা হয়।
আটক দুজন হলেন- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউনটিং বিভাগের ছাত্র আবুল বারাকাত আকিব ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ছাত্রী ফারহানা হক।
দুজনকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ছাত্রলীগের নেতাকর্মীদের প্রচেষ্টায় আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।