শেরপুরে স্কুল পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
শেরপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে স্কুল পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার ‘ওয়ার্ল্ড ভিশন’ ও ‘চাইল্ড ফোরাম’-এর আয়োজনে দিনব্যাপী এ প্রতিযোগিতা চলে।
সন্ধ্যায় প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন শেরপুর জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা এ এইচ এম লোকমান। বিশেষ অতিথি ছিলেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ ড. এ কে এম রিয়াজুল হাসান।
অনুষ্ঠানে বক্তব্য দেন ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব হাসান, শেরপুরের সহকারী পুলিশ সুপার (এএসপি) খন্দকার লাবণী, জেলা শিশুবিষয়ক কর্মকর্তা আসলাম খান, শেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক শিব শংকর কারুয়া প্রমুখ।
বিতর্কের চূড়ান্ত পর্বে মুখোমুখি হয় শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমি ও শেরপুর পুলিশ লাইনস একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশনের বিতার্কিক দল। এ পর্বে বিজয়ী হয়ে চ্যাম্পিয়ন হয় শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমি। শ্রেষ্ঠ বিতার্কিক হয় বিজয়ী দলের দলনেতা আতিক মোর্শেদ।