ইবি শিক্ষকের ওপর হামলায় বিচার দাবি
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বাংলা বিভাগের শিক্ষক সহকারী অধ্যাপক মো. সাইফুজ্জামানের ওপর হামলায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। এতে বাংলা বিভাগসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।
আজ মঙ্গলবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকার, উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এমতাজ হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. অলী উল্লাহ, বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. গৌতম কুমার দাসসহ বিভিন্ন শিক্ষক সংগঠন, ছাত্র সংগঠন ও বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে শিক্ষক সমিতির সভাপতি ড. এমতাজ হোসেন বলেন, ‘আগামী সাতদিনের মধ্যে বাংলা বিভাগের শিক্ষক সহকারী অধ্যাপক মো. সাইফুজ্জামানের ওপর হামলাকারীদের শনাক্ত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। তা না হলে হামলাকারীদের শাস্তির দাবিতে আমরা কঠোর আন্দোলনে যাব।’
গত ২০ মে কুষ্টিয়ার বটতৈল এলাকার শিশির মাঠে সাইফুজ্জামানের ওপর নৃশংস হামলা করে দুর্বৃত্তরা। বর্তমানে তিনি ঢাকার একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।