ধর্ষণের দায়ে ঢাবির সেই ছাত্রলীগ নেতা বহিষ্কার
ধর্ষণের দায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগের এক নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তাঁকে কেন বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, তা জানতে চেয়ে কারণ দর্শাতেও বলা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. এম আমজাদ আলী।
বহিষ্কৃত ওই ছাত্রলীগ নেতার নাম তারিকুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রলীগের সহসম্পাদক এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত জনসংযোগ কর্মকর্তা ড. নূর-ই-ইসলাম বলেন, ‘একজন ছাত্র কর্তৃক এ ধরনের ঘটনা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ও মর্যাদা ক্ষুণ্ণ করেছে, যা শৃঙ্খলা ও আইনের পরিপন্থী। এর পরিপ্রেক্ষিতে প্রক্টরিয়াল বিধি ৫(২) ধারা অনুযায়ী অভিযুক্ত ছাত্রকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, সে ব্যাপারেও কারণ দর্শাতে বলা হয়েছে।’
গত ২২ মে সদ্য এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ এক ছাত্রীকে কেরানীগঞ্জ থেকে ঢাকায় এনে একটি আবাসিক হোটেলে ধর্ষণ করার অভিযোগ উঠেছে ওই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে।