আন্তবিশ্ববিদ্যালয় জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাবি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আয়োজিত দুদিনব্যাপী চতুর্থ আন্তবিশ্ববিদ্যালয় জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি।
রাজশাহী বিশ্ববিদ্যালয় বিজনেস স্টাডিজ ফ্যাকাল্টি ডিবেটিং ফোরামের (বিএফডিএফ) আয়োজনে আজ শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিতর্কে রানারআপ হয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি।
বিতর্ক প্রতিযোগিতায় সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মো. শোভন। ডিবেটর অব দ্য টুর্নামেন্ট হন সাফি আবদুল্লাহ।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক শিবলী সাদিক। বিএফডিএফের প্রতিষ্ঠাকালীন প্রধান নির্বাহী সদস্য কামরুল হাসান সোহাগের সভাপতিত্বে ও বিএফডিএফের জ্যেষ্ঠ নির্বাহী সদস্য মনিরুল ইসলাম অপু এবং নির্বাহী সদস্য নাজনীন দীপ্তি সঞ্চালনা করেন।
প্রতিযোগিতায় রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী মেডিকেল কলেজ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিসহ দেশের মোট ৩২টি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ অংশগ্রহণ করে।