কাল থেকে ঢাবিতে ৪০ দিনের ছুটি
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ৪০ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার থেকে এ ছুটি শুরু হচ্ছে।
গ্রীষ্মকালীন ছুটি, বিশ্ববিদ্যালয় দিবস, জুমাতুল বিদা, শবে কদর ও ঈদুল ফিতরের ছুটি এর মধ্যে অন্তর্ভুক্ত থাকবে।
আগামী ১৬ জুলাই ছুটি শেষ হবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয় অফিস আগামী ৩ জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে গত ২৫ মে বুধবার রাতে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের এ ছুটির তালিকা অনুমোদন হয়।