ঢাবিতে মনিরুজ্জামান মিঞাকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের(ঢাবি) সাবেক উপাচার্য ড. মনিরুজ্জামান মিঞার দ্বিতীয় জানাজা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হয়েছে। এ সময় মরহুমের দীর্ঘ কর্মময় জীবনের সহকর্মী, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীসহ হাজারো মানুষ উপস্থিত ছিলেন।
আজ মঙ্গলবার বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরহুমের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। জানাজায় ইমামতি করেন মসজিদের প্রধান ইমাম ড. সৈয়দ এমদাদ উদ্দিন। জানাজার আগে পরিবারের পক্ষ থেকে মনিরুজ্জামান মিঞার রূহের মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চান ছোট ভাই অধ্যাপক আসাদুজ্জামান।
জানাজা শেষে মনিরুজ্জামান মিঞার মরদেহে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিকসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। যার মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল ও চাঁপাই নবাবগঞ্জ জেলা সমিতি।
জানাজায় উপস্থিত ছিলেন উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, সাবেক উপাচার্য ড. এমাজউদ্দীন, ড. এ কে আজাদ চৌধুরী, ড. এস এম ফায়েজ, সাবেক উপ-উপাচার্য ড. সহিদ আকতার হোসেন, ড. আ ফ ম ইউসুফ হায়দার, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদউদ্দিন আহমেদ, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আখতারুজ্জামান, সাদা দলের আহ্বায়ক সিরাজুল ইসলাম, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপিপন্থী আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, ঢাবি ছাত্রদল সভাপতি আল মেহদী তালুকদার, সাধারণ সম্পাদক আবুল বাশার সিদ্দিকী প্রমুখ।
জানাজার আগে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. এস এম ফায়েজ বলেন, ‘উপাচার্য হিসেবে মনিরুজ্জামান মিঞা ছিলেন অত্যন্ত সাহসী ও সৎ। তাঁর কর্মময় জীবনের নানা দিক আমাদের কাছে আদর্শ হয়ে থাকবে। শিক্ষাবিদ হিসেবে তাঁর অবদান কখনো ভুলার নয়।’
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘একজন শিক্ষাবিদ এবং গবেষক হিসেবে মানুষের কল্যাণে অক্লান্ত কাজ করেছেন। তাঁর লেখা-পড়াসহ যাবতীয় কাজের কেন্দ্রবিন্দুতে ছিল দেশপ্রেম। এ দেশপ্রেমিকের চলে যাওয়া দেশের জন্য বিরাট শূন্যস্থান তৈরি হওয়া।’
এর আগে বিশ্ববিদ্যালয়ের মোতাহার হোসেন ভবন চত্বরে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় দফা জানাজা শেষে মরহুমের মরদেহ বনানীতে নিজ বাসভবনে নিয়ে যাওয়া হয়। সেখানে তৃতীয় দফা জানাজা শেষে বনানী কবরস্থানে তাঁর লাশ দাফন করা হবে।
ড. মনিরুজ্জামান মিঞা গতকাল রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই সাবেক উপাচার্যের মৃত্যুতে বিশ্ববিদ্যালয় একদিনের ছুটি ঘোষণা করা হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত পরীক্ষাসমূহ যথারীতি অনুষ্ঠিত হয়।