ঢাবির দর্শন বিভাগ অ্যালামনাইয়ের ইফতার অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বার্ষিক ইফতার অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের অ্যালামনাই ফ্লোরে এ ইফতার অনুষ্ঠিত হয়। এতে দর্শন বিভাগের ১৯৬৬ থেকে ২০১২ ব্যাচের তিন শতাধিক প্রাক্তন ছাত্রছাত্রী অংশ নেন।
ইফতারের আগে দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এবং দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. প্রদীপ কুমার রায়ের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা সঞ্চালনা করেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আবদুস সাত্তার মিয়াজী।
ইফতারে অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবীণ শিক্ষক ড. আমিনুল ইসলাম, ড. কাজী নূরুল ইসলাম, ড. আজিজুন্নাহার ইসলাম, অধ্যাপক লতিফা বেগম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ড. শওকত হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ড. তৌহিদুল ইসলাম খান ও ড. হাফিজুল ইসলাম, একুশে পদকপ্রাপ্ত শিল্পী লায়লা হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রঞ্জন কর্মকার, কোষাধ্যক্ষ দেওয়ান রাশিদুল হাসান প্রমুখ।
সভায় অধ্যাপক ড. আমিনুল ইসলাম বলেন, ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে জীবনদর্শন ও নীতিদর্শনের চর্চা একান্ত প্রয়োজন। জীবনদর্শন ও নীতিদর্শনের চর্চা কমে যাচ্ছে বলেই সমাজে অশান্তি, বিশৃঙ্খলা ও অনৈতিক কর্মকাণ্ডের প্রভাব বেড়ে চলেছে।
দর্শন বিভাগের সাবেক এ প্রবীণ শিক্ষক বলেন, দেশ ও জাতির কাঙ্ক্ষিত উন্নয়নের জন্য সমাজদর্শন, ধর্মদর্শন ও নীতিদর্শন চর্চা জোরদার করার কোনো বিকল্প নেই।
ড. কাজী নূরুল ইসলাম বলেন, দর্শনের ছাত্রছাত্রীরা এখন সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। তিনি তাঁদের ধর্মদর্শন ও সমাজদর্শন চর্চায় জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান।
এ ছাড়া ইফতার অনুষ্ঠানে রাজউকের উপপরিচালক আবদুল হামিদ মিয়া, কাস্টমস অ্যান্ড এক্সাইজের উপকমিশনার নির্ঝর আহমেদ, জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা তৌহিদুল ইসলাম, পরশুরাম উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রকিব হায়দার, যুবলীগের প্রকাশনা সম্পাদক ইকবাল মাহমুদ বাবলু, সাংবাদিক মাহবুব স্মারক, অ্যাডভোকেট মোহাম্মদ মনিরুজ্জামান প্রমুখ বক্তব্য দেন।