রাবির ইসলামিক স্টাডিজ বিভাগের অ্যালামনাই ২৭ আগস্ট
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইসলামিক স্টাডিজ বিভাগের প্রথম অ্যালামনাই সম্মিলন আগামী ২৭ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে অ্যালামনাই কমিটির আহ্বায়ক অধ্যাপক এফ এম এ এইচ তাকী এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে অধ্যাপক এফ এম এ এইচ তাকী জানান, সম্মিলনে অংশগ্রহণ করতে বিভাগ থেকে বিএ (অনার্স), এমএ, পিএইচডি নেওয়া এবং বর্তমান শিক্ষক শিক্ষার্থীদের আগামী ৩১ জুলাইয়ের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে। সম্মিলনে অংশগ্রহণ করতে সাবেক শিক্ষার্থীদের এক হাজার ৫০০ টাকা, আজীবন সদস্য হতে ছয় হাজার টাকা এবং বর্তমান শিক্ষার্থীদের ৮০০ টাকা ফি প্রদান করে রেজিস্ট্রেশন করতে হবে।
তাকী জানান, বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সঞ্চয়ী হিসাব নম্বর-০২০০০০৮৬১৭৪১৬-তে ফি জমা দিয়ে নির্ধারিত ফরম পূরণ করতে হবে। সরাসরি বিভাগ ও বিভাগের ওয়েবসাইট www.ru.ac.bd/isd থেকে ফরম ডাউনলোড করেও আবেদন করা যাবে।
গত ২৩ মে থেকে এ রেজিস্ট্রেশন শুরু হয়েছে, চলবে ৩১ জুলাই পর্যন্ত।
অনুষ্ঠানসূচি সম্পর্কে তাকী জানান, ২৭ আগস্ট সকাল ৯টায় বিভাগের সামনে সম্মিলনের উদ্বোধন করে সেখান থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে। এরপর ১০টায় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে মূল উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। পরে দুপুর আড়াইটায় স্মৃতিচারণা, সাড়ে ৪টায় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সভা ও কমিটি গঠন এবং সাড়ে ৫টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিভাগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ বেলাল হোসেন, অধ্যাপক আবদুল লতিফ, অধ্যাপক মুহাম্মদ মাহবুবুর রহমান, অধ্যাপক মো. আশরাফ উজ জামান প্রমুখ।