জাবির প্রাক্তন ওই ছাত্রী বাড়ি ফিরেছেন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে প্রাক্তন যে ছাত্রীকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, আজ সোমবার বিকেলে তিনি বাসায় ফিরেছেন। ‘অপহরণকারী’ ও তাঁর পরিবারের সদস্যরা এসে ওই তরুণীকে বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেটে রেখে গেছে।
তরুণীর পরিবারের সদস্যরা জানান, সাভারের একটা কোচিং সেন্টারে একসঙ্গে ক্লাস নেওয়ার সূত্রে ছয় বছর আগে রাকিব নামের এক যুবকের সঙ্গে ওই তরুণীর পরিচয় হয়। তখন থেকে যুবক তাঁকে পছন্দ করতেন। কিন্তু অন্য এক জায়গায় পারিবারিকভাবে ওই তরুণীর অ্যাঙ্গেজমেন্টের কথা জানতে পেরে ক্ষুব্ধ হয়ে ওঠেন যুবক। তাই গত রোববার কথা বলার জন্য তাঁকে বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ক্লাবের সামনে ডেকে আনেন রাকিব। সেখানে আগে থেকে ঠিক করে রাখা মাইক্রোবাসে তুলে নিয়ে নিজের বাড়ি বগুড়ায় নিয়ে যান তরুণীকে। কিন্তু এভাবে কোনো তরুণীকে তুলে আনার বিষয়টি পছন্দ করেনি যুবকের পরিবার। রাকিব ও তাঁর পরিবারের সদস্যরা আজ বিকেল সাড়ে ৩টার দিকে ওই তরুণীকে বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেটে নামিয়ে দেন। পরে সেখান থেকে তরুণীর ভাই তাঁকে বাসায় নিয়ে আসেন।
তুলে নিয়ে যাওয়ার পর তরুণীর সঙ্গে ভালো ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে তাঁর পরিবার। তরুণীর পক্ষ থেকে কোনো অভিযোগও নেই বলে এই প্রতিবেদককে জানিয়েছেন তাঁর ভাই।
অপহৃত তরুণী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন। তাঁর বাবা বর্তমানে বিশ্ববিদ্যালয়ে কর্মচারী হিসেবে কর্মরত আছেন। বিশ্ববিদ্যালয়সংলগ্ন ইসলামনগরে পরিবারসহ বসবাস করেন তরুণী।