ঢাবিতে পথশিশুদের নিয়ে ইফতার
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকার পথশিশুদের নিয়ে ইফতারের আয়োজন করেছে বেসরকারি সংগঠন হিউম্যান সেফটি ফাউন্ডেশন (এইচএসএফ)। এতে ১৫০ জন সুবিধাবঞ্চিত শিশুর মধ্যে ঈদের বস্ত্র বিতরণ করা হয়।
আজ সোমবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ক্যাফেটেরিয়ায় এই ঈদবস্ত্র বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
বিশেষ অতিথি ছিলেন বৈশাখী টেলিভিশনের প্রতিষ্ঠাকালীন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হায়দার রিজভী, অধ্যাপক ড. এম এ খালেক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি আজহার মাহমুদ। স্বাগত বক্তব্য দেন নির্বাহী পরিচালক এম এ মুকিত।
অধ্যাপক আরেফিন সিদ্দিক বলেন, ইসলাম মানবতার ধর্ম। সাম্যের কথা বলে। ইসলাম বরাবরের মতো অসহায় মানুষদের পাশে থাকার জন্য উৎসাহ দিয়েছে। হিউম্যান সেফটি ফাউন্ডেশন যেভাবে সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে ইফতারের আয়োজন করেছে সেভাবে অন্য সংগঠনদের এগিয়ে আসতে হবে।
স্বাগত বক্তব্যে এম এ মুকিত বলেন, হিউম্যান সেফটি ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পথশিশুদের নিয়ে কাজ করে। তারই ধারাবাহিকতায় আজকে ঈদবস্ত্র বিতরণ করা হলো। আমরা চাই সব শিশুর মুখেই ফুটুক ঈদের হাসি।