ইবির চার শিক্ষকের বিরুদ্ধে ৫০ কোটি টাকার মামলা
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের আওয়ামী লীগপন্থী চার শিক্ষকের বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানি মামলা করেছেন উপ-উপাচার্য ড. শাহিনুর রহমান। তাঁর বিরুদ্ধে ভুয়া পিএইচডি অর্জনের আখ্যা দিয়ে মিথ্যা তথ্য প্রদান ও সম্মানহানিকর বক্তব্য প্রদান করায় তিনি এ মামলা করেছেন।
গতকাল সোমবার সন্ধ্যায় ড. শাহিনুর রহমান কুষ্টিয়ার যুগ্ম জেলা জজ প্রথম আদালতে এ মামলা করেন বলে জানা গেছে। মামলা নম্বর ২০/১৬।
মামলায় বিবাদী চার শিক্ষক হলেন ব্যবস্থাপনা বিভাগের সভাপতি মাহবুবুল আরফিন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক আনোয়ার হোসেন, মার্কেটিং বিভাগের সভাপতি জাকারিয়া রহমান ও ইংরেজি বিভাগের অধ্যাপক মিজানুর রহমান।
মামলার আর্জিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক আওয়ামী লীগপন্থী শিক্ষক সংগঠন বঙ্গবন্ধু পরিষদ ও প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরামের নাম ব্যবহার করে উপ-উপাচার্য ড. শাহিনুর রহমানের বিরুদ্ধে গত ১৬ জুন সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের কাছে কুরুচিপূর্ণ, ভিত্তিহীন, মিথ্যা ও সম্মানহানিকর বক্তব্য প্রদান করেন। এ সময় তাঁরা উপ-উপাচার্যের পিএইচডি ডিগ্রিকে ভুয়া ঘোষণা করে এবং তাঁকে দুর্নীতিবাজ শিক্ষক বলে আখ্যা দেন। এসব মিথ্যা, বানোয়াট ও সম্মানহানিকর বক্তব্য প্রদান করায় তাঁর সামাজিক ও প্রতিষ্ঠানিক মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে। তাঁর বিরুদ্ধে এ সব মিথ্যা বানোয়াট ও সম্মানহানিকর বক্তব্যে তাঁর পারিবারিক, সামাজিক ও প্রতিষ্ঠানিভাবে সম্মানহানি হওয়ায় তিনি এ মামলা করেন।
এ বিষয়ে উপ-উপাচার্য শাহিনুর রহমানের আইনজীবী অনুপ কুমার নন্দী বলেন, উপ-উপাচার্যের বিরুদ্ধে ভুয়া পিএইচডি অর্জনের মিথ্যা তথ্য ও সম্মানহানিকর বক্তব্য দিয়ে সংবাদ সম্মেলন করায় বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষকের বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানির মামলা করা হয়েছে।