ঢাবিতে গ্রেটার নোয়াখালী সমিতির ইফতার
গ্রেটার নোয়াখালী ছাত্র কল্যাণ সমিতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র ( টিএসসি ) ক্যাফেটেরিয়ায় এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি খাজা খায়ের সুজনের সভাপতিত্বে এবং অর্থ সম্পাদক ইসমাইল হোসাইন ভূইঞার সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন শিক্ষা সচিব সোহরাব হোসেন।
বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজি মুহাম্মদ মুহসীন হলের প্রাধ্যক্ষ ড. নিজামুল হক ভূইয়া, আাওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক জাকির হোসেন জুয়েল, সাইফুদ্দিন নাছির, জহির উদ্দীন মাহমুদ লিপটন, যুবলীগের কেন্দ্রীয় গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ইকবাল মাহমুদ বাবলু, গ্রেটার নোয়াখালী ছাত্র কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আশরাফুল রাজীবসহ ঢাকায় অধ্যয়নরত নোয়াখালী অঞ্চলের পাঁচ শতাধিক শিক্ষার্থী।
অনুষ্ঠানে শিক্ষা সচিব বলেন, ‘দেশের বিভিন্ন সেক্টরে নোয়াখালীর লোকজন ছড়িয়ে আছে। দেশের উন্নতি ও কল্যাণের জন্য তোমরা কাজ করবে।’
অধ্যাপক নিজামুল হক ভূইয়া বলেন, দেশ এগিয়ে যাচ্ছে। নোয়াখালীর ছাত্রদেরকে জ্ঞান-বিজ্ঞানের মাধ্যমে নোয়াখালীকে এগিয়ে নিয়ে যেতে হবে।