সংবর্ধনা পেল শ্রীনগরের ১৭ শিক্ষার্থী
চলতি বছর মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকুল হরেন্দ্রনাথ স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসিতে জিপিএ ৫ পাওয়া ১৭ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
গতকাল সোমবার বিকেলে সাড়ে ৫টার দিকে ভাগ্যকুল হরেন্দ্রনাথ স্কুল অ্যান্ড কলেজ মাঠে সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের সাংসদ সুকুমার রঞ্জন ঘোষ।
প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির সভাপতি মনির হোসেন মিতুলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শ্রীনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আজিজুল হকসহ অনেকে।
অনুষ্ঠান শেষে জিপিএ ৫ পাওয়া ১৭ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়, অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।