তারেক রহমানের সাজার বিরুদ্ধে জাবি শিক্ষক ফোরামের প্রতিবাদ
অর্থ পাচারের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে হাইকোর্ট দেওয়া সাজার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।
আজ বৃহস্পতিবার বিকেলে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. শামছুল আলম সেলিম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ‘তারেক রহমানকে রাজনীতি থেকে দূরে রাখার জন্য একের পর এক ষড়যন্ত্র করছে সরকার। ওই ষড়যন্ত্রের ধারাবাহিকতার অংশই হচ্ছে নিম্ন আদালতের রায় বেকসুর খালাস বাতিল করে সাত বছরের কারাদণ্ডের ব্যবস্থা করা।’
বিবৃতিদাতারা হচ্ছেন সাবেক উপাচার্য অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমান, অধ্যাপক সৈয়দ কামরুল আহসান টিটো, অধ্যাপক ড. আবদুল লতিফ মাসুম, অধ্যাপক ড. শামছুল আলম সেলিম, অধ্যাপক ড. মো. শরীফ উদ্দিন, অধ্যাপক মাফরুহী সাত্তার প্রমুখ।
এর আগে আজ সকালে অর্থ পাচার মামলায় তারেক রহমানের সাত বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তাঁকে ২০ কোটি টাকা জরিমানা করা হয়েছে। মুদ্রা পাচারের এই মামলায় জজ আদালত তারেক রহমানকে খালাসের রায় দিয়েছিলেন।
বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
তারেক রহমানের বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনকে নিম্ন আদালতের দেওয়া সাত বছরের কারাদণ্ড বহাল রাখা হয়েছে। তাঁর জরিমানা ৪০ কোটির পরিবর্তে ২০ কোটি টাকা করা হয়েছে।