জঙ্গি হামলার প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির মানববন্ধন
গুলশান ট্র্যাজেডি,শোলাকিয়ার জঙ্গি হামলাসহ বাংলাদেশে চলমান জঙ্গি তৎপরতার প্রতিবাদ জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
আজ রোববার বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এক মানববন্ধনে এই প্রতিবাদ জানানো হয়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. কাজী সাইফুদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নূরে আলম আব্দুল্লাহের সঞ্চালনায় কর্মসূচিতে উপাচার্য ড. মীজানুর রহমান, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা, বাংলাদেশ ছাত্রলীগ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক বক্তব্য দেন।
এ সময় বক্তারা গুলশান ট্র্যাজেডিসহ সব জঙ্গি তৎপরতার নিন্দা জ্ঞাপন করেন। সবাইকে ঐক্যবদ্ধ থেকে এ জাতীয় সন্ত্রাসের মূলোৎপাটনে কাজ করার আহ্বান জানান এবং জাতীয় সন্ত্রাসের বিরুদ্ধে সংগ্রাম,প্রতিরোধ চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
উল্লেখ্য,মানববন্ধনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা, ছাত্রলীগ ও প্রগতিশীল ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন।