ঢাবির ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক পাচ্ছেন সাবিনা ইয়াসমিন
নজরুলসংগীত সম্রাজ্ঞী ফিরোজা বেগমের প্রতি শ্রদ্ধা জানাতে তাঁর নামে সংগীত পদক প্রবর্তন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রথমবারের মতো এ পুরস্কার পাচ্ছেন সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন।
আজ মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায়ে শিক্ষা অনুষদের আব্দুল ফারুক কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ থেকে ফিরোজা বেগমের জন্মদিন ২৮ জুলাই বিকেল ৪টায় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে পুরস্কারপ্রাপ্তদের হাতে পদক তুলে দেবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. নাসরিন আহমদ, ফিরোজা বেগম ট্রাস্ট ফাউন্ডেশনের দাতা এবং এসিআই ফাউন্ডেশনের চেয়ারম্যান এম আনিস উদ দৌলা, সংগীত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. লীনা তাপসী খান, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. শিবলী রুবাইয়াতুল ইসলাম, ফিরোজা বেগমের ছেলে সাফিন আহমেদ প্রমুখ।
সংবাদ সম্মেলনে ফিরোজা বেগমের ছেলে সাফিন আহমেদ বলেন, ফিরোজা বেগম নজরুল সংগীতকে প্রতিষ্ঠা করতে আপ্রাণ চেষ্টা করেছেন। তাঁর কণ্ঠে গান শোনার জন্য মঞ্চের সামনে মানুষ ছুটে যেত। শিল্পী হিসেবে, ব্যক্তি হিসেবে তিনি অনুস্মরণীয় এবং অনুকরণীয়। সংগীতচর্চার মাধ্যমে বাংলাদেশের মানুষের কাছে তাঁকে জীবিত রাখা প্রয়োজন। ফিরোজা বেগম ১৯২৬ সালের ২৮ জুলাই ফরিদপুর শহরের এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।