তারেক রহমানের বিরুদ্ধে রায়, ইবির ১০১ শিক্ষকের বিবৃতি
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে আদালতের দেওয়া রায়কে মিথ্যা, ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক আখ্যা করে বিবৃতি দিয়েছেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষক সংগঠন জিয়া পরিষদের ১০১ জন শিক্ষক।
গতকাল সোমবার জিয়া পরিষদের ইসলামী বিশ্ববিদ্যালয় কার্যনির্বাহী কমিটির এক জরুরি সভায় তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলায় সাজা দেওয়ায় নিন্দা প্রস্তাব গৃহীত হয়।
ইবির ১০১ শিক্ষকের সই করা বিবৃতিতে বলা হয়, ‘বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে মিথ্যা মামলায় সাজা দিয়ে সরকার তাঁকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখার গভীর ষড়যন্ত্র ও নীলনক্সা বাস্তবায়নের পদক্ষেপ নিয়েছে। তাই ইসলামী বিশ্ববিদ্যালয় জিয়া পরিষদের ১০১ জন সদস্য এ ধরনের মিথ্যা, ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক মামলা থেকে তারেক রহমানকে অনতিবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানান এবং মিথ্যা মামলার ভিত্তিতে রায় দেওয়ায় নিন্দা জানান।’
বিবৃতিতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জাতীয় ঐক্যের আহ্বানকে স্বাগত জানানো হয়। সেইসাথে সরকার খালেদা জিয়ার ঐক্যের আহ্বানকে উপেক্ষা করায় ইসলামী বিশ্ববিদ্যালয় জিয়া পরিষদ গভীর নিন্দা ও তীব্র প্রতিবাদ জানায়।
জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. মো. আলীনূর রহমান ও সাধারণ সম্পাদক ড. মো. আকরাম হোসাইন মজুমদার স্বাক্ষরিত বিবৃতিতে স্বাক্ষরদাতাদের মধ্যে রয়েছেন অধ্যাপক ড. মাখলুকুর রহমান, অধ্যাপক ড. ইয়াকুব আলী, অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন, অধ্যাপক ড. মো. নজিবুল হক, অধ্যাপক ড. মো. মমতাজ হোসেন, অধ্যাপক ড. মো. মিজানুর রহমান প্রমুখ।