শিক্ষার্থীদের কাছেই আমরা অনিরাপদ : রাবি উপাচার্য
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন বলেছেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে আমরা সব থেকে বেশি নিরাপদ বোধ করতাম। আজ তাদের মধ্য থেকেই গুটি কয়েক শিক্ষার্থী শিক্ষক হত্যাসহ জঙ্গি তৎপরতার সঙ্গে জড়িয়ে পড়ছে। আজ আমরা এদের কাছেই অনিরাপদ।’
আজ রোববার ‘সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াও বাংলাদেশ’ স্লোগানে শিক্ষক হত্যা ও জঙ্গি কর্মকাণ্ডের প্রতিবাদে এক মানববন্ধনে এসব কথা বলেন রাবি উপাচার্য। বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন করে রাবি শিক্ষক সমিতি। এর আগে জঙ্গিবিরোধী একটি শোভাযাত্রা ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মানববন্ধনে অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন আরো বলেন, বিশ্ববিদ্যালয়ের হাজারো শিক্ষার্থী ঐক্যবদ্ধ হলে কোনো জঙ্গি ও সন্ত্রাসবাদ এখানে মাথা তুলে দাঁড়াতে পারবে না। এ রকম পরিপ্রেক্ষিতে আমাদের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া উপায় নেই। ঐক্যবদ্ধ শক্তিই পারে এসব জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে। বিপথগামী ওই গুটিকয়েক শিক্ষার্থীকে খুঁজে বের করতে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হতে হবে।
মানববন্ধনে উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান বলেন, ‘আমাদের ভাবতেই কষ্ট হচ্ছে যে, আমরা যাদের লালন-পালন করছি, শিক্ষিত করে তুলছি তাদেরই সন্দেহ করতে হচ্ছে। তাদের চলাফেরা-আচরণ আমাদের পর্যবেক্ষণ করতে হচ্ছে, এটা আমাদের কাছে খুবই দুঃখের বিষয়। জঙ্গিবাদ রুখতে শিক্ষার্থীদের পর্যবেক্ষণ অপরিহার্য হয়ে পড়েছে।’
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. শাহ আজম শান্তনুর সঞ্চালনায় মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন রাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. শহীদুল্লাহ, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক অধ্যাপক সৈয়দ মো. আব্দুল্লাহ আল মামুন চৌধুরী, ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক ড. রকীব আহমদ, প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. কে বি এম মাহাবুবুর রহমান, সমাজকর্ম বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন প্রমুখ।