ঢাবিতে ‘সেলিমা-এমাজউদ্দীন স্বর্ণপদক’ প্রবর্তন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ‘সেলিমা-এমাজউদ্দীন স্বর্ণপদক’ প্রবর্তন করা হয়েছে। স্ত্রীর স্মৃতি রক্ষার্থে এই পদক প্রবর্তন করেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ।
এ উপলক্ষে আজ সোমবার ১৫ লাখ টাকার একটি চেক বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদের কাছে হস্তান্তর করেন।
এই ট্রাস্ট ফান্ডের আয় থেকে প্রতিবছর ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিএসএস সম্মান পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএপ্রাপ্ত একজন ছাত্রীকে ‘সেলিমা-এমাজউদ্দীন স্বর্ণপদক’ প্রদান করা হবে।
উপাচার্য দপ্তরে আয়োজিত এই চেক হস্তান্তর অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. হাসানুজ্জামান চৌধুরী এবং দাতার দুই ছেলে ও দুই মেয়ে উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক স্বর্ণপদক প্রবর্তনে আর্থিক অনুদানের জন্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদকে ধন্যবাদ জানান।
তিনি আশা প্রকাশ করেন, এই অনুদানের ফলে ছাত্রছাত্রীরা লেখাপড়ায় আরো উৎসাহিত ও মনোযোগী হবে।
এ সময় উপাচার্য ড. এমাজউদ্দীন আহমদের প্রয়াত স্ত্রী সেলিমা আহমদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
সেলিমা আহমেদ ১৯৩৬ সালের ১৪ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন এবং ২০১৬ সালের ১৯ মে ইন্তেকাল করেন।