‘সাংস্কৃতিক জাগরণই রুখতে পারে জঙ্গিবাদ’
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জঙ্গিবাদবিরোধী শোভাযাত্রা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
‘জঙ্গি উৎস নির্মূল করি, শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ি- জঙ্গিবাদ ও সন্ত্রাস রুখে দাঁড়াও’ স্লোগানকে সামনে রেখে আজ সোমবার সকাল ১১টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে একটি শোভাযাত্রা শেষে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
শোভাযাত্রাটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ‘বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল’ এর গেট থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্ক হয়ে রায়সাহেব বাজার প্রদক্ষিণ করে। পরে মানবন্ধন অনুষ্ঠিত হয়। শোভাযাত্রা ও মানববন্ধনে নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মীজানুর রহমান।
এ সময় উপাচার্য বলেন, সাংস্কৃতিক জাগরণই রুখতে পারে জঙ্গিবাদ। এ জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে পুরান ঢাকাকে কেন্দ্র করে সাংস্কৃতিক সংগঠনগুলোর কার্যক্রম চালিয়ে যেতে হবে। বাংলাদেশের বেশির ভাগ মানুষ অসাম্প্রদায়িক। তাই বাংলাদেশে কখনই জঙ্গিবাদ প্রতিষ্ঠিত হবে না।
এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য বলেন, শিক্ষার্থীদের আবাসনের ক্ষেত্রে অসুবিধা হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
মানববন্ধনে ট্রেজারার অধ্যাপক মো. সেলিম ভূঁইয়া, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নূরে আলম আব্দুল্লাহ, রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন নীল দলের সভাপতি অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম, বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতির সভাপতি ড. সৈয়দ আহম্মদ, ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এফ এম শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক এস এম সিরাজুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।
মানববন্ধন ও শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা পৃথক ব্যানার নিয়ে অংশ নেন। এতে পুরান ঢাকা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
মানববন্ধন শেষে ক্যাম্পাসে জঙ্গিবাদবিরোধী গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপাচার্য গণস্বাক্ষর কর্মসূচির সূচনা করেন।