‘আদিবাসী’ স্বীকৃতির দাবিতে রাবিতে মানববন্ধন
দেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংবিধানিক স্বীকৃতি দেওয়াসহ চার দফা দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় আদিবাসী ছাত্র পরিষদ ও রাজশাহী মহানগর পাহাড়ি ছাত্র পরিষদ। সোমবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে আদিবাসী ছাত্র পরিষদের রাবি শাখার সভাপতি হেমন্ত চন্দ্র মাহাতো বলেন, স্বাধীনতা-সংগ্রামে এ দেশের সব শ্রেণির মানুষের অংশগ্রহণ ছিল। কিন্তু স্বাধীনতার এত বছর পরেও এ দেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষ তাদের সাংবিধানিক স্বীকৃতি পায়নি। ফলে তাদের নানা ধরনের বৈষম্যের শিকার হতে হচ্ছে প্রতিনিয়ত। এটা অন্যায়।
হেমন্ত মাহাতো আরো বলেন, পার্বত্য চুক্তির বাস্তবায়ন আজো হয়নি। পার্বত্য অঞ্চলের পাহাড়িরা প্রতিনিয়ত নির্যাতনের শিকার হচ্ছে। ওই সব অঞ্চল সামরিকায়ন করা হয়েছে।
আদিবাসী ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক দ্বীপেন চাকমার সঞ্চালনায় মানববন্ধনে আরো বক্তব্য দেন আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি বিভূতিভূষণ মাহাতো, সাধারণ সম্পাদক নুকুল পাহান, সাংস্কৃতিক সম্পাদক সাবত্রী হেমব্রম, মহানগর পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি মনিশংকর চাকমা, সদস্য নীশিতা চাকমা প্রমুখ।
অন্য দাবিগুলো হলো আন্তর্জাতিক আদিবাসী দিবসকে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা, সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য পৃথক ভূমি কমিশন গঠন এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করা।