শিক্ষাব্যবস্থায় দুর্বলতা জঙ্গিবাদের সৃষ্টি করছে
শিক্ষাব্যবস্থায় অসংগতি ও দুর্বলতার কারণেই জঙ্গিবাদের সৃষ্টি হচ্ছে বলে মনে করছেন বিশিষ্ট শিক্ষাবিদরা।
সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘জঙ্গিবাদ প্রতিরোধে সোশ্যাল মিডিয়ার ভূমিকা’ শীর্ষক এক মতবিনিময় সভায় শিক্ষাবিদরা এ মত দেন। অনলাইন নিউজপোর্টাল ভিশননিউজ টোয়েন্টিফোর ডটকম এ মতবিনিময় সভার আয়োজন করে।
ঢাবির উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক আবদুল মান্নান চৌধুরী, টেলিভিশন ও চলচ্চিত্র অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ জে এম শফিউল আলম ভূইয়া, সাংবাদিক জাহিদুল ইসলাম, ভিশননিউজ টোয়েন্টিফোর ডটকম সম্পাদক সুজন হালদার।
উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘আমাদের শিক্ষাব্যবস্থায় পরিবর্তন আনা দরকার। পারিবারিক শিক্ষার পাশাপাশি আমাদের সন্তানদের প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত সর্বস্তরে নৈতিকতা ও মূল্যবোধের শিক্ষা দিতে হবে।’ জঙ্গিবাদ নির্মূলে গণমাধ্যম, বিশেষ করে সোশ্যাল মিডিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
জঙ্গি ও সন্ত্রাসবাদ মোকাবিলায় সমাজের সব পেশার জনগণের প্রতি সর্বাত্মক ভূমিকা রাখার আহ্বান জানিয়ে উপাচার্য বলেন, ‘আজ ধর্মের নামে মানবতার বিরুদ্ধে যে অপরাধ সংঘটিত হচ্ছে, তা সম্মিলিতভাবে আমাদের প্রতিহত করতে হবে। অপরাধীদের দ্রুত সর্বোচ্চ শাস্তি দিতে হবে। প্রয়োজনে আইন সংশোধন করে জঙ্গিবাদ নির্মূল করতে হবে।’
সভায় অন্যান্য আলোচক জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে জনমত গঠনে ফেসবুক, টুইটারসহ সামাজিক যোগাযোগমাধ্যমের সঙ্গে যুক্ত সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
টিএসসিতে জঙ্গিবাদবিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠান : ‘শোকে কান্না নয়, দ্রোহে শুভ চেতনার জন্ম হোক’ স্লোগানে সোমবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিভিত্তিক সাংস্কৃতিক সংগঠন প্রভাতফেরী।
তারা গানে গানে জঙ্গিবাদ রুখে দেওয়ার আহ্বান জানান।