কুলিয়ারচরে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ ও স্বাস্থ্যসেবা
মানবসেবাই হলো পৃথিবীর সবচেয়ে মহৎ সেবা। এই সেবার ওপর আর কিছু নেই। তাই প্রত্যেককে সাধ্য অনুযায়ী মানবসেবায় আত্মনিয়োগ করতে হবে।
আজ শুক্রবার দুপুরে কিশোরগঞ্জের কুলিয়ারচরের ছয়সুতি নোয়াগাঁও লায়ন মুজিব-মুনা গার্লস হাইস্কুল চত্বরে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ, খাদ্যসামগ্রী, গাছের চারা বিতরণ ও স্বাস্থ্যসেবা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা।
স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ লায়ন মো. মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের কাউন্সিলর চেয়ারপারসন লায়ন স্বদেশ রঞ্জন দাস। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এরিয়া লিডার লায়ন নাজমুল হক, বিশেষ অতিথি ছিলেন লায়ন কল্পনা রাজিউদ্দিন, এম কে বাশার, লায়ন মোস্তফা কামাল, শাহ আলম বাবুল প্রমুখ।
বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদকে ‘না’ বলতে হবে। এগুলো মানুষের মানবীয় গুণাবলিকে ভূলুণ্ঠিত করে। পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় ব্যবস্থাকে হুমকির মুখে ফেলে। দেশ ও দেশের মানুষকে ভালোবাসতে হবে। আগামীর নেতৃত্বের জন্য নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে ভালোভাবে পড়াশোনা করতে হবে।
অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থীর মাঝে দুই হাজার ব্যাগ, দুই হাজার খাতা, দুই হাজার কলম ও একটি করে গাছের চারা বিতরণ করা হয়।
অপরদিকে স্থানীয় নোয়াগাঁও হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীর জন্য দেওয়া হয় পাঁচ মণ চাল, দুই মণ ডাল, দুই মণ আলু, ১০ কেজি পেঁয়াজ, পাঁচ কেজি রসুন ও ১৮ কেজি ওজনের চার টিন তেল।
পরে স্কুলের শিক্ষার্থীদের জন্য ডিজিটাল ল্যাব ও এলাকার গরিবদের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পের উদ্বোধন করেন অতিথিরা। সেখানে কয়েকশ মানুষকে চিকিৎসা দেওয়া হয়।
ডা. মো. মিজানুর রহমান কবিরের নেতৃত্বে ডা. এ এম কায়সার, ডা. জুমেরা বেগম লিপি, ডা. মো. বেনজামিন, ডা. মো. সেলিম আহমেদ ও অপটোমেট্রিস্ট মো. মইনুল হোসেন চিকিৎসাসেবা দেন।