জবির হল নির্মাণের ঘোষণা থার্মেক্স গ্রুপের
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) জন্য এক হাজার আসনবিশিষ্ট একটি অত্যাধুনিক ছাত্র হল নির্মিত হতে যাচ্ছে। আর এটি নির্মাণের ঘোষণা দিয়েছেন থার্মেক্স গ্রুপের চেয়ারম্যান আলহাজ আবদুল কাদির মোল্লা।
এর আগে ২০১২ সালে বিশ্ববিদ্যালয়টি পরিদর্শনে এসে একটি হল নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন থার্মেক্স গ্রুপের চেয়ারম্যান। তবে এত দিন উপযুক্ত স্থানের অভাবে হলটি নির্মাণ সম্ভব হয়নি। এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস কেরানীগঞ্জে হলটি নির্মাণ করা হবে বলে জানান তিনি।
গতকাল সোমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
গতরাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মিজানুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল আবদুল কাদির মোল্লার কাকরাইল কার্যালয়ে বৈঠক করে। সেখানেই পূর্বপ্রতিশ্রুতি অনুযায়ী এই হল নির্মাণের ঘোষণা দেন আবদুল কাদির মোল্লা।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঈদুল আজহার ছুটি শেষে দুটি প্রতিষ্ঠানের মধ্যে হল নির্মাণ-সংক্রান্ত সমঝোতা চুক্তি সই হবে। এরপর হলটি নির্মাণের কাজ শুরু হবে আগামী বছরের জানুয়ারি মাসে।
সভায় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. কাজী সাইফুদ্দিন, সাধারণ সম্পাদক অধ্যাপক নুরে আলম, রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান, প্রধান প্রকৌশলী সুকুমার চন্দ্র সাহা উপস্থিত ছিলেন।