শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জাবি কর্মকর্তাকে শোকজ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের সহকারী পরিচালক এস এম সাদাত হোসেনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের অফিসার সমিতির সংশোধিত নীতিমালা প্রকাশের অজুহাত তুলে সংগঠনের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়ায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আজ বুধবার সকালে সাদাত হোসেনকে এই নোটিশ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক জানান, আগামী ৭২ ঘণ্টার মধ্যে এই কর্মকর্তাকে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
এদিকে টানা নয় দিন ধরে অফিসার সমিতির কার্যালয়ে তালা ঝোলানো থাকায় বিভিন্ন কার্যক্রম ব্যহত হচ্ছে বলে অভিযোগ করেছেন বিশ্ববিদ্যালয় অফিসার সমিতির সভাপতি প্রকৌশলী আব্দুস সালাম শরীফ।
বিশ্ববিদ্যালয়ের অফিসার সমিতির সংশোধনী নীতিমালা প্রকাশ না করার অভিযোগে গত ২৩ আগস্ট সমিতির কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন সাদাত হোসেন। তবে গত সোমবার অফিসার সমিতির সংশোধিত নীতিমালা অনুমোদন দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। তারপরও সমিতির কার্যালয়ে তালা খুলে দেননি শারীরিক শিক্ষা বিভাগের সহকারী পরিচালক এই কর্মকর্তা। এ কারণেই আজ তাঁকে শোকজ করে প্রশাসন।