জার্মান দূতাবাসে অনলাইন কুইজ, জিতে নিন আকর্ষণীয় পুরস্কার
বেশ কয়েক বছর ধরেই ঢাকায় অবস্থিত জার্মান দূতাবাস অনলাইনে কুইজের আয়োজন আসছে। বাংলাদেশি নাগরিকরা এই কুইজ অনুষ্ঠানে অংশ নিয়ে সহজেই পেতে পারেন বিভিন্ন পুরস্কার।
প্রতি মাসে দূতাবাসটির বাংলাদেশ ওয়েবসাইটে বিভিন্ন বিষয়ের ওপর একটি করে প্রশ্ন দেওয়া হয়। মাসের শেষ তারিখ পর্যন্ত এই প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ থাকে। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে একজনকে বিজয়ী নির্বাচন করে জার্মান দূতাবাস। বিজয়ীর নাম দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
কুইজ অনুষ্ঠানের এ মাসের প্রশ্নটি হলো বাংলাদেশের টেক্সটাইল ও গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে প্রতিবন্ধীদের চাকরির সুযোগ করে দিতে ‘অন্তর্ভুক্তিমূলক চাকরি কেন্দ্র’ (ইনক্লুসিভ জব সেন্টার) কে চালু করেন? দূতাবাসটির ওয়েবসাইটের মাধ্যমে ৩১ অক্টোবর পর্যন্ত এই প্রশ্নের উত্তর দেওয়া যাবে। গত মাসের কুইজের সঠিক উত্তর দিয়ে পুরস্কার জিতে নিয়েছেন ধামরাইয়ের মো. শাকিল হোসেন।