ঢাবির সঙ্গে যুক্তরাষ্ট্রের কুইনিপিয়াক ইউনিভার্সিটির সমঝোতা সই
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের শিক্ষার্থীদের একাডেমিক ও শিক্ষা সহযোগিতা উন্নয়ন এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বৃদ্ধির লক্ষ্যে যুক্তরাষ্ট্রের কুইনিপিয়াক ইউনিভার্সিটির সঙ্গে গতকাল সোমবার এক সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের লাউঞ্জে এই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
সমঝোতা স্মারক অনুষ্ঠানে কুইনিপিয়াক ইউনিভার্সিটির পক্ষে প্রতিনিধিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের অধ্যাপক মোহাম্মদ নিয়ামত এলাহী ও স্কুল অব বিজনেস বিভাগের ডিন অধ্যাপক ম্যাথুউ কননর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক কামাল উদ্দিন সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
বিজনেস ফ্যাকাল্টির ডিন শিবলী রোবায়েত-উল ইসলাম এবং অ্যাকাউন্টিং অ্যালামনাইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হাসান আহমেদ চৌধুরী কিরণ এ সময় উপস্থিত থেকে বক্তব্য দেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা এ সময় উপস্থিত ছিলেন।
সমঝোতা চুক্তি অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের স্নাতক পর্যায়ে শিক্ষার্থীরা প্রথম দুই বছর শিক্ষা গ্রহণ শেষে পরবর্তী দুই বছর কুইনিপিয়াক ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ পাবেন। এ ছাড়া গবেষণা, প্রশিক্ষণ, প্রকাশনা, শিক্ষা সামগ্রী বিনিময়সহ স্বল্প মেয়াদি বিভিন্ন শিক্ষা কার্যক্রম এই চুক্তির আওতায় থাকবে।
কুইনিপিয়াক ইউনিভার্সিটির প্রতিনিধিত্বকারী অধ্যাপক মোহাম্মদ নিয়ামত এলাহী ডাকসুর প্রাক্তন সাহিত্য সম্পাদক, ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাণিজ্য অনুষদের প্রাক্তন শিক্ষক হিসেবে কাজ করছেন।