বিআইএমের পুনর্মিলনী অনুষ্ঠিত
গত ১৮ নভেম্বর প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম) অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মেগা পুনর্মিলনী।
শুক্রবার সকাল ৯টায় বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে শুরু প্রথম মেগা পুনর্মিলনীর আনুষ্ঠানিকতা। রাজধানীর সোবহানবাগে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম) প্রাঙ্গণ থেকে র্যালিটি শুরু হয়।
সেখান থেকে আড়ং হয়ে সংসদ ভবনের সামনে দিয়ে মানিক মিয়া এভিনিউর অর্ধেকটা ঘুরে বিআইএম প্রাঙ্গণে এসে শেষ হয়। এর আগে সকাল ৭টা থেকে নিবন্ধন প্রক্রিয়ার মাধ্যমে শুরু হয় দিনব্যাপী অনুষ্ঠানের কার্যক্রম।
সকাল সাড়ে ১০টায় বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় প্রথম মেগা পুনর্মিলনী অনুষ্ঠানের। এ সময় উপস্থিত ছিলেন মো. মোশাররফ হোসেন ভূঁইয়া, এনডিসি (সিনিয়র সচিব, শিল্প মন্ত্রণালয়), কাজী আকরাম উদ্দিন আহমদ (চেয়ারম্যান, পরিচালনা পর্ষদ, স্ট্যান্ডার্ড ব্যাংক লি.), মো. আতোয়ার রহমান (মহাপরিচালক, বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট) এবং ড. পারভীন আহমেদ (পরিচালক, বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট)।
উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে বিআইএম অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য সচিব তানভীর হোসাইন বলেন, ‘বিআইএম প্রতিষ্ঠা হয়েছে ৫৫ বছর হলো। ২০১১ সালে যাত্রা শুরু করে বিআইএম অ্যালামনাই অ্যাসোসিয়েশন। এটি আমাদের প্রথম পুনর্মিলনী। পেশাগত নেটওয়ার্ক তৈরি করার পরিকল্পনা থেকে আজকের এই প্রথম মেগা পুনর্মিলনী। আজ আমরা এখানে আমাদের প্রথম দিকের পিজিডি কোর্স সম্পন্নকারী ব্যক্তিদের পেয়েছি। সবার প্রতি আমাদের অশেষ কৃতজ্ঞতা।’
এ পর্যন্ত বিআইএম থেকে ১০ হাজার শিক্ষার্থী ছয় মাস অথবা এক বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স সম্পন্ন করেছেন। অন্তত দুই হাজার ডিপ্লোমা সম্পন্নকারী অংশগ্রহণ করেন পুনর্মিলনীতে।
বিকেলের আয়োজনে থাকে প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণ। অনেক পেশাগত ব্যক্তি প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে বিআইএমের কোর্সের সুফল এবং তাঁদের অভিজ্ঞতার কথা ব্যক্ত করেন। এরপর অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সদস্য, আজীবন সদস্য ও দাতা সদস্যদের হাতে তুলে দেওয়া হয় শুভেচ্ছা স্মারক।
সন্ধ্যায় শুরু হয় সাংস্কৃতিক আয়োজন। কবিতা আবৃত্তি ও গান পরিবেশনার মধ্য দিয়ে চলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। দিনব্যাপী আয়োজনটি শেষ হয় সন্ধ্যা ৭টায়।