ঢাবিতে বিচারপতি সিকান্দার আলী ট্রাস্ট ফান্ড গঠন
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) আইন বিভাগে ‘বিচারপতি সিকান্দার আলী স্মৃতি ট্রাস্ট ফান্ড’ গঠন করা হয়েছে। এই ট্রাস্ট ফান্ড গঠনের জন্য প্রয়াত বিচারপতি সিকান্দার আলীর মেয়ে এবং ইউএনডিপির অবসরপ্রাপ্ত আবাসিক প্রতিনিধি সারওয়ার সুলতানা ১৪ লাখ টাকার একটি চেক বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীনের কাছে হস্তান্তর করেন।
আজ রোববার দুপুরে উপাচার্যের দপ্তরে আয়োজিত এই চেক হস্তান্তর অনুষ্ঠানে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. তাসলিমা মনসুর, আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. বোরহান উদ্দীন খান এবং দাতার আত্মীয়স্বজন উপস্থিত ছিলেন।
এই ট্রাস্ট ফান্ডের আয় থেকে প্রতিবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের কয়েকজন মেধাবী শিক্ষার্থীকে ‘বিচারপতি সিকান্দার আলী স্মৃতি বৃত্তি’ দেওয়া হবে।
উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এই অনুদানের জন্য দাতাকে ধন্যবাদ জানান। তিনি প্রয়াত বিচারপতি সিকান্দার আলীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এই অনুদানের মাধ্যমে আইন বিভাগের মেধাবী শিক্ষার্থীরা উপকৃত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বিচারপতি সিকান্দার আলী ১৯০৭ সালের ১ জানুয়ারি সিলেটের বড়লেখায় জন্মগ্রহণ করেন। তাঁর পাঁচ সন্তানের সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাঁর নাতনি। তাঁর এক মেয়ে অধ্যাপক আখতার সুলতানা ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে শিক্ষকতা করছেন। বিচারপতি সিকান্দার আলী ১৯৬৬ সালের ৩১ ডিসেম্বর মারা যান।