পাবিপ্রবির শিক্ষক সমিতিতে আওয়ামীপন্থীদের জয়
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচনে বঙ্গবন্ধু পরিষদ সমর্থিত ‘নীল দল’ পূর্ণ প্যানেলে জয়লাভ করেছে।
আজ শনিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১০৭ জন ভোটারের মধ্যে ১০৪ জন ভোট দেন।
সন্ধ্যায় নির্বাচন কমিশনার মো. হাসিবুর রহমান নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। কমিশনের সদস্য সচিব ছিলেন ড. এম আবদুল আলীম এবং সদস্য ছিলেন ড. মো. হাবিবুল্লাহ।
এতে সভাপতি পদে মো. আওয়াল কবির জয় (৬৫ ভোট), সাধারণ সম্পাদক পদে কিসলু নোমান (৫৩) বিজয়ী হয়েছেন।
এ ছাড়া অন্যান্য পদে বিজয়ীরা হলেন সহসভাপতি পদে আবদুল্লাহ আল মামুন, কোষাধ্যক্ষ রাশেদুল হক, যুগ্ম সম্পাদক তাহমিনা তাসনিম নাহার।
বিজয়ী সদস্যরা হলেন মো. সাইফুল ইসলাম, মো. রাশেদ কবির, মো. আবদুর রহিম, মো. মোকাররম হোসেন, রতন কুমার পাল, শরিফুল হক, মো. মাসুদুল হাসান, মো. রকিবুল হাসান রাজিব, রোশনী সাঈদ, মো. ইয়াহিয়া ব্যাপারী।