মাগুরায় নৌকা প্রার্থীর অফিস ভাঙচুরের অভিযোগ
মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের ডাঙ্গাপাড়ায় নৌকা প্রার্থীর নির্বাচনি অফিসে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে স্বতন্ত্র প্রার্থী রবিউল ইসলাম ও তার সমর্থকদের বিরুদ্ধে।
পলাশবাড়ীয়া ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী মো. আলাউদ্দিন মাহমুদ অভিযোগ করে বলেন, ‘আজ সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ডাঙ্গাপাড়া হাটের দিন থাকায় নৌকা প্রতীকের সমর্থকদের নিয়ে স্থানীয় বাজারে মিছিল শেষে নির্বাচনি অফিসে তাদের সঙ্গে আলোচনা করছিলাম। এ সময় আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী রবিউল ও তার সমর্থকরা কার্যালয়ে অতর্কিত হামলা ও ভাঙচুর চালায়। অফিসে থাকা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি দেয়াল থেকে নামিয়ে মাটিতে ফেলে দেয় এবং ১০ থেকে ১২টি চেয়ার ভাঙচুর করে হামলাকারীরা।
পলাশবাড়ীয়া ইউনিয়নের চেয়ারম্যান ও আনারস প্রতীকের (আওয়ামী লীগ বিদ্রোহী) প্রার্থী রবিউল ইসলাম হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এ ঘটনার সঙ্গে আমার সমর্থকরা জড়িত না। কে বা কারা ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে তা আমার জানা নাই। আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য একটি মহল ষড়যন্ত্র করছে।’
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, ডাঙ্গাপাড়া বাজারের একই স্থানে নৌকা প্রতীক ও আনারস প্রতীকের নির্বাচনি অফিস। সন্ধ্যায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের লোকজন ইট ছোড়াছুড়ি করে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।