সোনারগাঁয়ে লাঙ্গল ও নৌকার সমর্থকদের সংঘর্ষে আহত ২০, অস্ত্রসহ আটক ৫
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে লাঙ্গল ও নৌকা প্রতীক সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে সোনারগাঁয়ে বস্তল এলাকায় এ ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে অস্ত্রসহ পাঁচজনকে আটক করে পুলিশ।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাঙ্গল প্রতীকের প্রার্থী আশরাফুল ইসলাম ও তার সমর্থকরা গণসংযোগে যান। এ সময় নৌকা প্রতীকের প্রার্থী হুমায়ুন কবিরসহ তার সমর্থকরা তাদের মুখোমুখি হলে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে ব্যাপক সংঘর্ষ বেধে যায়। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়।
এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করে। পরে ঘটনাস্থল থেকে অস্ত্রসহ পাঁচজনকে আটক করে পুলিশ।
ওসি হাফিজুর রহমান জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় নৌকার পাঁচ সমর্থককে অস্ত্রসহ আটক হয়েছে।