ড্যান্স কুইন নোরা মানেই তুফান, এবারও!
নোরা ফাতেহি আর তুফান যেন সমার্থক শব্দ হয়ে দাঁড়িয়েছে। তাঁর নাচ দেখার জন্য উদগ্রীব থাকেন অনুগামীরা। আর প্রকাশমাত্রই ভাইরাল। এবারও ব্যতিক্রম হলো না।
ইন্ডিয়া ডটকমের খবর, এবারও নিরাশ করলেন না নোরা ফাতেহি। আজ টি-সিরিজের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে পাঞ্জাবি শিল্পী গুরু রাঁধাবা ও জারাহ এস খানের নতুন গান ড্যান্স মেরি রানি। সেখানে গুরুর সঙ্গে নেচেছেন নোরা ফাতেহি।
মিউজিক ভিডিওতে নোরাকে আফ্রো-কুইন অবতারে দেখা যাচ্ছে। নোরা মৎস্যকন্যা। যাঁর প্রথম দর্শনেই প্রেমে পড়ে যান গুরু। নোরার চুলের স্টাইল মুগ্ধ করেছে নেটিজেনদের। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন বসকো লেসলি মার্টিস। রশ্মি বৈরাগের কথায় সুর দিয়েছেন তানিশক বাগচি।