তৈমুরকে বিয়ের জন্য অপেক্ষা করবেন নোরা ফাতেহি!
বলিউডের বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত স্টারকিড সাইফ আলী খান ও কারিনা কাপুর দম্পতির প্রথম সন্তান তৈমুর আলি খান। অন্তর্জালের বাইরে বলিউড তারকাদের কাছেও তুমুল জনপ্রিয় এই স্টারকিড।
তারই প্রমাণ পাওয়া গেল সম্প্রতি। বলিউড অভিনেত্রী নোরা ফাতেহির চার বছরের তৈমুরকে বিয়ের আগ্রহ প্রকাশ করেছেন। করিনার রেডিও চ্যাট শো ‘হোয়াট উইমেন ওয়ান্টস’-এর অতিথি হয়ে নিজের এমন আগ্রহের কথা জানিয়েছেন নোরা।
বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবলের খবর, ‘হোয়াট উইমেন ওয়ান্টস’-এর আয়োজনে কারিনা নোরাকে জানান তিনি ও তাঁর স্বামী সাইফ তাঁর ভক্ত। এমন বক্তব্যের পর নোরা ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমি আশা করছি যখন তৈমুর বড় হবে, আমার আর তৈমুরের এনগেজমেন্ট কিংবা বিয়ের কথা আমরা ভাবতে পারব।’
নোরার এমন উত্তরের পর কারিনা জবাব দেন, ‘যাই হোক, ওর বয়স তো মোটে চার। আমার মনে হয়, এটা নিয়ে ভাবার অনেক সময় আছে।’ তখন নোরা হেসে উত্তর দিয়েছেন, ‘ঠিক আছে, আমি অপেক্ষা করব।’
বলিউড তারকা কারিনা কাপুর খান ও সাইফ আলি খানের ছেলে তৈমুর আলি খান। বলিউডে তারকা-সন্তানদের মধ্যে অন্যতম জনপ্রিয় তৈমুর। গুগলে সবচেয়ে বেশি খোঁজার তালিকায়ও তৈমুর থাকে। রয়েছে অনেক ভক্ত। মাত্র চার বছর বয়সেই প্রচুর ফ্যান ক্লাব রয়েছে তার। ঘর থেকে বের হলেই পাপারাজ্জিরা তৈমুরকে ঘিরে ধরে। তার যেকোনো ছবি বা ভিডিও প্রকাশ মাত্রই অন্তর্জালে ভাইরাল হয়।