দিল্লির হাসপাতালে ভর্তি প্রবীর মিত্র
ঢাকাই সিনেমার বর্ষীয়ান অভিনেতা প্রবীর মিত্র হাঁটুর সমস্যা ও শারীরিক চেকআপের জন্য দিল্লির একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। গেল ৩ ফেব্রুয়ারি এই অভিনেতা ভারতে গিয়েছেন।
এনটিভি অনলাইনকে এসব তথ্য নিশ্চিত করে আজ প্রবীর মিত্রের পুত্রবধূ সোনিয়া ইয়াসমিন জানিয়েছেন, ‘আব্বার (প্রবীর মিত্র) বোনসহ অনেক আত্মীয় ভারতে থাকেন। তাঁদের সঙ্গে দেখা ও চেকআপের জন্য ভারত গিয়েছেন। বর্তমানে তিনি দিল্লির একটি হাসপাতালে ভর্তি হয়ে চেকআপ করাচ্ছেন। সবাই তাঁর জন্য দোয়া করবেন।’
প্রবীর মিত্র দীর্ঘদিন বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছেন। বয়সজনিত সমস্যা ছাড়াও হাঁটুর অসুখে ভুগছেন ৮১ বছর বয়সি বরেণ্য এ অভিনেতা।
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা প্রবীর মিত্র ‘লালকুটি’ থিয়েটার গ্রুপে অভিনয়ের মাধ্যমে অভিনয়জীবন শুরু করেন। পরবর্তী সময়ে পরিচালক এইচ আকবরের হাত ধরে ‘জলছবি’ শিরোনামে সিনেমার মধ্য দিয়েছে বড় পর্দায় অভিষেক হয়। ক্যারিয়ারের শুরুতে নায়ক চরিত্রে দেখা গেলেও বেশির ভাগ সিনেমায় চরিত্রাভিনেতা হিসেবে দেখা মিলেছে তাঁর।
অভিনয়ের বাইরে প্রবীর মিত্র ষাট দশকে ঢাকা ফার্স্ট ডিভিশন ক্রিকেট খেলেছেন, ছিলেন অধিনায়ক। একই সময় তিনি ফার্স্ট ডিভিশন হকি খেলেছেন ফায়ার সার্ভিসের হয়ে। এ ছাড়া কামাল স্পোর্টিংয়ের হয়ে সেকেন্ড ডিভিশন ফুটবলও খেলেছেন।