ফের বাংলাদেশের সিনেমায় কলকাতার পাওলি দাম
বাংলাদেশের ‘সত্তা’ ও যৌথ প্রযোজনার ‘মনের মানুষ’ সিনেমায় এর আগে অভিনয় করেছেন কলকাতার পাওলি দাম। এবার ফাখরুল আরেফীনের ‘নীল জোছনা’ সিনেমাতে দেখা যাবে তাঁকে।
সরকারি অনুদানের এই সিনেমা নির্মিত হচ্ছে মোশতাক আহমেদের প্যারাসাইকোলজিবিষয়ক উপন্যাস ‘নীল জোছনার জীবন’ অবলম্বনে। পাওলি করছেন লায়লা নামের একটি চরিত্র। তবে তাঁর বিপরীতে কে অভিনয় করবেন, সেটা এখনো চূড়ান্ত হয়নি।
পাওলি বলেন, ‘গত বছর ফাখরুল আরেফীন খান আমার সঙ্গে এই সিনেমা নিয়ে প্রথম যোগাযোগ করেন।তাঁর কাছে গল্পটা শোনার পর মোশতাক আহমেদের বইটি পড়লাম, দারুণ লাগল। আমি তখন থেকেই বলতে পারেন সিনেমাটির সঙ্গে জড়িয়ে আছি।’
ফাখরুল বলেন, ‘এই সিনেমার কাজ শুরু করেছিলাম ছয় বছর আগে, ২০১৮ সালের শেষের দিকে। মাঝখানে করোনাসহ নানা কারণে এগোতে পারিনি।আমাদের গল্পের অন্যতম নারী চরিত্র লায়লা, সেটাই করছেন পাওলি দাম। চরিত্রটিতে পাওলি দারুণ মানাবেন বলেই তাঁকে নেওয়া। আশা করছি, তাঁকে নিয়ে কাজটি ভালোভাবে শেষ করতে পারব।’
নির্মাতা আরো জানান, আগামী মাসের শেষের দিকে ছবিটির শুটিং শুরু হবে। একটানা জুলাই মাসের শেষ সপ্তাহ পর্যন্ত চলবে।