বাবা দিবসে বিশ্বরঙের বিশেষ ছাড়
পৃথিবীর সব ঝড়-ঝঞ্ছা থেকে আগলে রাখার আপ্রাণ চেষ্টা করেন যে মানুষটি, তিনি বাবা। আগামীকাল (২০ জুন) বিশ্ব বাবা দিবস। আসলে বাবা বা মায়ের প্রতি ভালোবাসা এমন একটি বিষয়, যেটি বলার জন্য কোনো বিশেষ দিনের প্রয়োজন হয় না। তবুও পালন করতে পারেন একটি দিন একেবারে বাবাকে উৎসর্গ করে।
সব উৎসব-পার্বণে ফ্যাশন হাউস বিশ্বরঙের থাকে বিশেষ আয়োজন। তেমনই বাবা দিবসে বিশ্বের সব বাবাকে শ্রদ্ধা জানাতে বিশ্বরঙের পোশাকে রয়েছে বিশেষ ছাড়। অনলাইন ও যেকোনো শোরুম থেকে পোশাক কিনলেই পাচ্ছেন ২০ শতাংশ মূল্যছাড়।
বিশ্ব বাবা দিবস উপলক্ষে পাঞ্জাবি, ফতুয়া, শার্ট ইত্যাদিতে তুলে ধরা হয়েছে বিভিন্ন গ্রাফিক্যাল জ্যামিতিক ফর্মের মোটিফ এবং গরমের কথা মাথায় রেখে ব্যবহার করা হয়েছে স্বাভাবিকভাবে ব্যবহার উপযোগী আরামদায়ক সুতি, লিলেন, ভয়েল, স্লাব কাপড়। আর পোশাকগুলোতে উজ্জ্বল রঙের পাশাপাশি রয়েছে প্রাকৃতিক রঙের অনন্য ব্যবহার। কাজের মাধ্যম হিসেবে এসেছে টাই-ডাই, ব্লক, বাটিক, অ্যাপলিক, কাটওয়ার্ক, স্ক্রিনপ্রিন্ট ইত্যাদি।
www.bishworang.com ওয়েব পেজ এবং bishworangfanclub ফেসবুক পেজের মাধ্যমে অনলাইনে ঘরে বসেই কিনতে পারবেন পছন্দের পোশাক।