রাশিফল
ভুল বোঝাবুঝি এড়ান ধনু, ধর্মীয় কাজে আনন্দ তুলার
আজ আপনার জন্মদিন হলে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মেষ রাশির জাতক/ জাতিকা। আপনার জন্মসংখ্যা : ৮। আপনার ওপর প্রভাবকারী গ্রহ : শনি ও মঙ্গল। আপনার শুভ সংখ্যা : ৮ ও ৯। শুভ বার : শনি ও মঙ্গল। শুভ রত্ন : নীলা ও রক্তপ্রবাল।
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
ট্রেড ইউনিয়ন কর্মীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। জনসংযোগে ব্যস্ত থাকতে পারেন। উপার্জন বৃদ্ধির প্রচেষ্টা জোরদার করুন। পেশাগত যোগাযোগ চালিয়ে যান। বন্ধুদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন।
বৃষ (২১ এপ্রিল-২০ মে)
চাকরিজীবীদের জন্য সময় মোটামুটি অনুকূল থাকতে পারে। নিজের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করুন। কর্মস্থলে সিনিয়রদের কথা গুরুত্ব সহকারে গ্রহণ করুন। অসুস্থ পিতার প্রতি খেয়াল রাখুন। সামাজিক কাজে নিজেকে জড়াতে পারেন।
মিথুন (২১ মে-২০ জুন)
তীর্থ ভ্রমণে যেতে পারেন। গুরুর সান্নিধ্য আনন্দদায়ক হতে পারে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। জীবন ও জগৎ সম্পর্কে নতুন কোনো ধারণা পেতে পারেন। ভাগ্যোন্নয়নের প্রচেষ্টা জোরদার করুন।
কর্কট (২১ জুন-২০ জুলাই)
সময়ের প্রতিকূলতা সম্পর্কে সতর্ক থাকুন। আপনার নামে কোনো অপবাদ রটতে পারে। জৈবিক কামনা-বাসনাকে সংযত রাখুন। ট্যাক্স-সংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। ব্যবসায়িক দিক ভালো না-ও থাকতে পারে।
সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)
দাম্পত্যে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন। অপরের প্রতি সদাচরণ করুন। আজ কোনো চুক্তি সম্পাদন করা থেকে বিরত থাকুন। জ্ঞাতিশত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। জ্ঞাতিশত্রু সম্পর্কে সতর্ক থাকুন।
কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
শত্রুরা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। শত্রুদের দুর্বল ভাবা ঠিক হবে না। সীমা লঙ্ঘন করা থেকে বিরত থাকুন। শরীর ভালো না-ও থাকতে পারে। পরিমিত আহার করুন।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
সন্তানের প্রতি খেয়াল রাখুন। ধর্মীয় কাজে আনন্দ পাবেন। কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে পারেন। নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করুন, অন্যথায় সুযোগ হারাতে পারেন।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
আপনজনদের সঙ্গে মতানৈক্য এড়িয়ে চলুন। কাজকর্মে সাফল্য বাধাগ্রস্ত হতে পারে। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে চলার চেষ্টা করুন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
ছোট ভাইবোনদের সঙ্গে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন। গলায় কোনো সমস্যা দেখা দিতে পারে। ঠাণ্ডা সম্পর্কে সতর্ক থাকুন। কোনো তথ্য ভালোভাবে যাচাই না করে গ্রহণ করবেন না। কাজকর্মে সাফল্য বাধাগ্রস্ত হতে পারে।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
চক্ষু বা মাথাব্যথায় ভুগতে পারেন। অবহেলা না করে যথাযথ চিকিৎসা গ্রহণ করুন। কাউকে প্রতিশ্রুতি প্রদান করা থেকে বিরত থাকুন। পাওনা টাকা আদায় বিলম্বিত হতে পারে। মূল্যবোধ বজায় রাখুন।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
কোনো বিশেষ পোশাক ভালো লাগতে পারে। সবার সঙ্গে বিনয়ী ব্যবহার করুন। শরীর ভালো থাকতে পারে। অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি হতে পারে। পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন। অনভিপ্রেত কোনো সংবাদ পেতে পারেন। ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে। গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে।