জামদানি শাড়ির প্রদর্শনী
সামনে ঈদুল ফিতর, তাই শুরু হয়েছে কেনাকাটা। যাঁরা শাড়ি পরতে পছন্দ করেন, বিশেষ করে জামদানি শাড়ি, তাঁদের জন্য সুখবর হলো, শুরু হতে যাচ্ছে জামদানি শাড়ির প্রদর্শনী।
‘জামদানি স্টোরি’ শিরোনামে প্রদর্শনীটি শুরু হবে রাজধানীর মহাখালীতে গ্যালারি কসমসে। সবার কাছে নতুন করে জামদানির মান তুলে ধরার জন্য আয়োজন করা হয়েছে এ প্রদর্শনীর।
আগামী ২ জুন বিকেল ৫টা ৩০ মিনিটে প্রদর্শনীর উদ্বোধন করবেন নৃত্যশিল্পী শামীম আরা নীপা। ২ থেকে ৬ জুন পাঁচ দিনব্যাপী এই প্রদর্শনী চলবে। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য প্রদর্শনী উন্মুক্ত থাকবে।