আমার সংগ্রহে আছে অনেক বই : অনিমেষ আইচ
অনিমেষ আইচ। এ সময়ের জনপ্রিয় পরিচালক। নাট্য পরিচালনার পাশাপাশি চলচ্চিত্র নির্মাণ করছেন গুণী এই নির্মাতা। কাজের অবসরে অনিমেষ আইচের ধানমণ্ডির বাসায় কথা হয় তাঁর শখ ও সংগ্রহ নিয়ে।
প্রশ্ন : আপনাকে দেখে শৌখিন মনে হয় না। তারপরও জানতে চাই আপনার কোনো শখ আছে কি?
উত্তর : আমার আসলেই তেমন উল্লেখ্যযোগ্য কোনো শখ নেই। একটা শখ আছে অবসরে লেখালেখি করি। আমার সম্পাদনায় কিছু বই রয়েছে। আর আমার পোষা প্রাণীগুলোর সঙ্গে সময় কাটানো আমার শখের মধ্যেই পড়ে। আর সময় পেলে একটু আঁকাআঁকি করি। দেশ-বিদেশের চলচ্চিত্র দেখি। সেরা চলচ্চিত্রগুলো দেখতে কখনই আমি মিস করি না।
প্রশ্ন : আপনার সংগ্রহে অনেক বই দেখতে পাচ্ছি। বই পড়ার সময় কি আপনার হয়?
উত্তর : হ্যাঁ। এই কাজটা আমি নিয়মিত করি। খুব সকালে ঘুম থেকে উঠে বই পড়ি অথবা লেখালেখি করি। আমার সংগ্রহে দেশ-বিদেশের অসংখ্য বই রয়েছে। আমাদের দেশের, বাইরের ও উপমহাদেশের অনেক লেখকদের লেখা পড়তে আমার অনেক ভালো লাগে। সত্যজিৎ রায়,তপন সিনহা, ঋত্বিক ঘটক, শরৎচন্দ্র চট্টোপাধ্যয়, হুমায়ূন আহমেদ, সমরেশ মজুমদার, শহিদুল জহিরের লেখা ছাড়াও আরো অনেক লেখকের বই পড়তে আমি ভালোবাসি।
প্রশ্ন : একটা ভাস্কর্য দেখতে পাচ্ছি। এটা কি আপনার তৈরি করা?
উত্তর : হ্যাঁ। যখন চারুকলার ছাত্র ছিলাম তখন এটা বানিয়েছি। খুব ভালো বানাতে পারিনি বলে আমার মনে হয়। তারপর খুব যত্ন করে ড্রয়িং রুমে সাজিয়ে রেখেছি।
প্রশ্ন : দেয়ালে অনেক মূর্তি সাজিয়ে রেখেছেন। আপনি কি এগুলো তৈরি করেছেন?
উত্তর : আরে না। এইসব মূর্তি দেশ ও দেশের বাইরে থেকে আমি সংগ্রহ করেছি। কিছু মূর্তি উপহারও পেয়েছি।
প্রশ্ন : আপানার শোকেসে অনেক পুরস্কার দেখছি। খুব যত্ন করে রেখেছেন মনে হয়!
উত্তর : হ্যাঁ। চেষ্টা করেছি। এগুলো তো আমার জীবনের অর্জন। তাই একটু ভালোভাবে গুছিয়ে রাখার চেষ্টা করেছি।