তারকার সংগ্রহ
ভাবনার রয়েছে জুতার বিশাল ভাণ্ডার!
নৃত্যশিল্পী ও অভিনেত্রী আশনা হাবিব ভাবনা সাবলীল অভিনয়ের জন্য দর্শকমহলে পরিচিত। তিনি অভিনয়টাকে বেশ গুরুত্ব দেন, সেটা তাঁর কাজ দেখলেই বোঝা যায়। শুধু অভিনয়ের ব্যাপারেই নন, নিজের পোশাক ও ফ্যাশনের ব্যাপারেও ভাবনা বেশ পরিপাটি। কারণ তাঁর সংগ্রহে রয়েছে হাজারের ওপর জুতা।
ভাবনার শখ ও সংগ্রহের খবর জানতে ভাবনার বাসার বসার রুমে প্রবেশ করতেই চোখে পড়ল বাহারি রঙের পুতুল, মূর্তি আর ফুলদানি। আপনি কি এসব সংগ্রহ করতে ভালোবাসেন? এ প্রশ্ন করতেই ভাবনার উত্তর, ‘হ্যাঁ, মূর্তি আর পুতুল আমার অনেক পছন্দ। বলতে পারেন এটা আমার শখও।’
তাহলে তো আপনি বেশ শৌখিন। এই কথা শুনে এবার উত্তর দিলেন ভাবনার বাবা পরিচালক হাবিবুল ইসলাম হাবিব। তিনি বললেন, ‘আমাদের ঘরে যা যা সাজানোর আছে, সবই ভাবনার পছন্দের। ও সব নিজেই সুন্দরভাবে গুছিয়ে রেখেছে।’
মূর্তি, পুতুল পছন্দ করেন বলেই ভাবনার কাছের মানুষরা তাঁকে অনেক পুতুল ও মূর্তি উপহার দেন। এমনটিই জানালেন ভাবনা। সুগন্ধিও খুব পছন্দ করেন তিনি। সংগ্রহে আছে অনেক সুগন্ধী। তবে ভাবনার সংগ্রহের প্রধান নেশা হলো জুতা। দেশ ও দেশের বাইরে থেকে অনেক ফ্যাশনেবল ও ব্যয়বহুল জুতা সংগ্রহ করেছেন এই অভিনেত্রী। এখনো করেন। এর কারণ জানতেই তিনি বলেন, ‘আই লাভ সুজ। আমার জুতার প্রতি আলাদা ভালোলাগা রয়েছে।’ কী রঙের জুতা পছন্দ? উত্তরে ভাবনা বলেন, ‘বাহারি রঙের, তবে কালো রংটা বেশি ভালো লাগে।’
এ ছাড়া ভাবনার সংগ্রহে আছে অনেক বই। কারণ অবসরে ভাবনা বই পড়তেই ভালোবাসেন। এটা নতুন কিছু নয়, সেই ছোটবেলা থেকেই তিনি বই পড়েন। এমনটিই জানালেন ভাবনা।