নিজের নাটকের চিত্রনাট্য সংগ্রহ করেন কল্যাণ
কম-বেশি সবাই তাঁর শখের জিনিসপত্র সংগ্রহ করতে পছন্দ করেন। তারকারাও এর বাইরে নন। মডেল-অভিনেতা কল্যাণ কোরাইয়ার নানা শখ রয়েছে। তাঁর অন্যতম শখ হলো, বাসায় নিজের পোশা প্রাণীকে নিয়ে খেলা করা। শুটিংয়ের অবসরে যতটুকু সময় পান কল্যাণ ঠিক ততটুকু সময়ই পোষা প্রাণীর দেখাশোনা করেন। এদিকে কল্যাণের শখের মধ্যে রয়েছে পুরনো চলচ্চিত্র সংগ্রহ করা। আর কল্যাণের সবচেয়ে ব্যতিক্রমী শখ হলো নাটকের চিত্রনাট্য সংগ্রহ করা। এ পযর্ন্ত কল্যাণ অসংখ্য নাটকে অভিনয় করেছেন। সেসব নাটকের চিত্রনাট্য সুন্দর করে গুছিয়ে সেলফে রেখেছেন তিনি। এ ছাড়া খবরের কাগজে কল্যাণের যেসব সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে সেগুলোর প্রত্যেকটা কপি খুব যত্ন করে সংগ্রহ করে রাখেন তিনি।
শখ ও সংগ্রহ বিষয়ে জানতে চাইলে কল্যাণ বলেন, ‘প্রায় প্রতিদিনই শুটিংয়ের কাজে দেশ ও দেশের বাইরে থাকতে হয় আমাকে। অবসর খুব কম। তারপরও এরই মধ্যে নিজের শখের জিনিসপত্র গুছিয়ে রাখতে পছন্দ করি আমি। গুছানোর কাজে মা আমাকে সাহায্য করেন।’