বাণিজ্যমেলায় বিদেশি পণ্য
২০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দেশি পণ্যের পাশাপাশি বিদেশি পণ্যেও দেখা যাচ্ছে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। মেলা শেষ হতে আর মাত্র তিন দিন বাকি। তাই প্রতিটি স্টল ও প্যাভিলিয়নে বেচাকেনায় ব্যস্ত ক্রেতা ও বিক্রেতারা।
এবারের মেলায় যেসব দেশ অংশ নিয়েছে এর মধ্যে রয়েছে ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, তুরস্ক, যুক্তরাজ্য, ইরান, মালয়েশিয়া, চীন, সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ কোরিয়া ও জার্মানি। এসব দেশের নতুন পণ্যে আকৃষ্ট হয়ে ক্রেতারা ভিড় জমাচ্ছেন স্টলগুলোতে।
‘বাণিজ্যমেলায় অনেক ধরনের বিদেশি পণ্য পাওয়া যাচ্ছে। আর সেই সঙ্গে থাকছে নানা রকম মূল্যছাড়। তাই শেষদিকে মেলায় এসেছি আরেকটু কম দামে কেনার জন্য’ বন্ধুদের সঙ্গে মেলায় ঘুরতে এসে এনটিভিকে জানালেন মৌটুসি।
মৌটুসির মতো আরো অনেকে রয়েছে যারা মেলার শেষের দিকে এসে কম দামে প্রয়োজনীয় পণ্য কিনে নিচ্ছেন। আর বিক্রেতারাও বিভিন্ন অফারের সুযোগে ক্রেতাদের আকৃষ্ট করার চেষ্টা করেছেন।
মেলায় প্রবেশদ্বার পেরিয়ে মাঠের মাঝ বরাবর রয়েছে ভারত ও পাকিস্তানের স্টলগুলো। বিভিন্ন ডিজাইনের পার্স, ব্যাগ, স্যান্ডেল, ঘর সাজানোর জিনিসপত্র, লাইট ও রান্নার জিনিসপত্র পাওয়া যাচ্ছে এসব স্টলে। হাতে তৈরি পার্সগুলো বেশ জনপ্রিয় হয়েছে এবার। আর জুতার স্টলগুলোতে তরুণীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। নাগরা স্টাইলের জুতায় ছিল বাহারি রঙের ছোঁয়া। এছাড়া শাড়ি, থ্রি-পিস, শার্ট, ব্লেজার, বেডশিট, রংবেরঙের কুশন কভারেরও পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা।
ভারতীয় পণ্যের প্যাভিলিয়নের বিক্রেতা রাজীব রায় বলেন, ‘মেলা শেষ হয়ে যাচ্ছে, তাই ভিড় আগের তুলনায় অনেক বেশি। পণ্যের দামও আমরা অনেক কমিয়ে দিয়েছি। আশা করছি যে পণ্যগুলো নিয়ে এসেছি সেগুলো মোটামুটি বিক্রি করে যেতে পারব।’
পাকিস্তানি স্টলে কাশ্মীরি পাশ্মিনা প্রিন্টেড চাদর, কাশ্মীরি সিল্ক শাল এবং বিভিন্ন ডিজাইনের বিছানার চাদর কিনতে পারবেন। দেখা গেছে, সিল্কের কুশন কভারগুলো ক্রেতারা কিনছেন বেশি আগ্রহ নিয়ে।
মেয়েদের টপসও বিক্রি হচ্ছে দেদার। মেলায় এসে টপস কিনেছেন সুমনা। বেছে বেছে দরদাম করে কিনেছেন তিনি। মায়ের সঙ্গে মেলায় ঘুরতে এসে এনটিভিকে বললেন, ‘মেলার শেষে এই টপসগুলোই বিভিন্ন শোরুমে বেশি দাম দিয়ে কিনতে হয়। গত মেলায় না কিনে পরে আফসোস করতে হয়েছিল। তাই বেশি করে কিনে রাখছি।’
পাথর বা মুক্তা বসানো বিভিন্ন ধরনের অলংকার পাবেন ইরানি প্যাভিলিয়নে। বিশেষ করে নানা রঙের নেকলেসের প্রতি ক্রেতাদের আকর্ষণ অনেক বেশি। এ ছাড়া বিভিন্ন ডিজাইনের টপস, বোরকা, পাশাপাশি ট্রে, তসবি এবং ওয়ালমেটও কিনতে পারবেন এই প্যাভিলিয়ন থেকে।
মেলায় থাই গ্যালারি সেজেছে নান্দনিক সাজে। কালারফুল বার্মিজ ও লেদারের স্যান্ডেল, অর্নামেন্ট, ক্যাপ, মোমবাতি, ফুল, শাল, ব্যাগ কিনতে পারবেন এই প্যাভিলিয়ন থেকে। এ ছাড়া থাই খাবার তো থাকছেই।
তুর্কি স্টলে পাবেন ইস্তাম্বুলের ক্রিস্টালের জিনিসপত্র। ইতালির মোরাক গ্লাসের তৈরি ঝাড়গুলো পুরো প্যাভিলিয়নটাকে আলোকিত করে রেখেছে। এই ঝাড়বাতিগুলো পিতল দিয়ে তৈরি করা হয়েছে। আর গ্লাসের ওপর হাতের কারুকার্য দেখলে আপনার কিনতে ইচ্ছে করবে। ছোট ছোট দেয়াল লাইটও পাওয়া যাচ্ছে এই প্যাভিলিয়নে।
এ ছাড়া অন্য সব বিদেশি প্যাভিলিয়নেও পাবেন বিভিন্ন ডিজাইনের পোশাক, ঘরের সরঞ্জাম এবং ইলেকট্রনিক পণ্য। তাই আর দেরি না করে আজই চলে যান মেলায়। যেখান থেকে খুব কম টাকায় কিনতে পারবেন আপনার পছন্দের বিদেশি পণ্য।