বর্ষার বিকেলে বিফ পকেট
এখন বর্ষাকাল। সারাদিন থেমে থেমে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির দিনে বিকেলের নাস্তায় রাখুন মনোরম কিছু। কিছুদিন আগেই আবার ঈদ গেলো। তাই অনেকের ঘরে আছে গরুর মাংস । একইভাবে মাংস না খেয়ে এবার অন্য কিছু ট্রাই করুন। বাসায় বানিয়ে ফেলুন বিফ পকেট। এটি বৃষ্টির দিনের বিকেলে জন্য মুখরোচক খাবার।
উপকরণ
· গরুর মাংস (ছোট টুকরো করে কেটে সয়াসস, আদা বাটা ও লবণ দিয়ে সিদ্ধ করা) ২ কাপ
· পরোটা ৬টি
· বেগুন কুচি আধা কাপ
· সবুজ ক্যাপসিকাম কুচি আধা কাপ
· গাজর কুচি আধা কাপ
· সুইট কর্ন ৩ টেবিল চামচ
· চিলি সস ২ টেবিল চামচ
· ওয়েস্টার সস ১ চা চামচ
· টমেটো পিউরি ১ চা চামচ
· চিনি ১ টেবিল চামচ
· চিলি ফ্লেক্স ১ টেবিল চামচ
· তেল ১ কাপ
· ডিম ১টি
প্রস্তুত প্রণালি
· একটি পাত্র টমেটো পিউরি, চিনি, চিলি সস ও ওয়েস্টার সস একত্রে মিশিয়ে রাখুন।
· এবার প্যানে তেল গরম করে সিদ্ধ করা গরুর মাংস হালকা ভেজে নিন। এবার এতে সসের মিশ্রণ ও চিলি ফ্লেক্স মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে নিন।
· একটি পরোটা নিন। এতে ডিম ব্রাশ করে মাঝখানে মাংসের মিশ্রণ ও সব সবজি ছড়িয়ে দিন। তার ওপর আরেকটি পরোটা বসিয়ে নিন। পরোটার কিনারগুলোর মুখ আটকে দিন।
· এবার ডুবোতেলে ভেজে নিন। এটি ৪ ভাগে কেটে নিয়ে পছন্দমতো সসের সঙ্গে পরিবেশন করুন।